Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিগমনগর শিশুতীর্থের





   
খেলাচ্ছলে পড়তে পড়তে ১৯ টি বসন্ত পার করে এবার ২০তম বছরে নিগমনগর শিশুতীর্থ। অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর মাধ্যমে আধুনিক শিক্ষা দেওয়ার পাশাপাশি খেলাধূলাকেও সমান গুরুত্ব দেওয়া হয় এখানে। আর সেই জন্যই নিগমনগর ও তার পার্শ্ববর্তী এলাকার বেশিরভাগ খুদে ছাত্রছাত্রী ও অভিভাবকদের পছন্দের স্কুল এই 'নিগমনগর শিশুতীর্থ'। আজ ২৩শে জানুয়ারি স্থানীয় নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বিদ্যালয়ের ১৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।


ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন মাননীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান শ্রী উদয়ন গুহ মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিগমনগর নিগমানন্দ সারস্বত আশ্রমের অধ্যক্ষ স্বামী জগদানন্দ সরস্বতী মহাশয় এবং সভাপতি ছিলেন নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অনির্বাণ নাগ মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী জীবন দে মহাশয়, বিশিষ্ট শিক্ষিকা ও সমাজসেবী শ্রীমতি সুজাতা চক্রবর্তী মহাশয়া প্ৰমুখ।


ছাত্রছাত্রী ও অভিভাবকদের দ্বারা মাঠ পরিক্রমার মাধ্যমে শুরু হয় আজকের অনুষ্ঠান। তারপর অতিথি বরণ, পতাকা উত্তোলন, উদ্বোধনী ভাষণ ও শপথ বাক্য পাঠ ও সভাপতির ভাষণের পরই মূল ক্রীড়ানুষ্ঠান শুরু হয়ে যায়। প্রতিযোগী ও প্রতিযোগিনীরা তাদের উচ্চতা অনুযায়ী মোট ছয়টি বিভাগে বিভক্ত হয়ে বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টের মধ্যে উল্লেখযোগ্য ছিল বালকদের ১০০ মিটার দৌড়, ফ্র্গ রেস, বিস্কুট দৌড়। বালিকাদের এক পায়ে দৌড়, ভারসাম্য রক্ষা, ফুল কুরোনো দৌড় ইত্যাদি। প্রতিযোগিতার শেষে বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এই বার্ষিক ক্রীড়া প্রতিযগিতাকে ঘিরে পুরো এলাকাজুড়ে উৎসব উৎসব পরিবেশ। ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করতে হাজির ছিলেন স্থানীয় মানুষজন, শিক্ষার্থী ও অভিভাবক অভিভাবিকাবৃন্দের একাংশ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code