CAA এর সমর্থনে  বাড়ি বাড়ী প্রচার অভিযান চালাচ্ছে বিজেপি।   দিনহাটা বিধানসভার গোবরা ছরা নয়ার হাট অঞ্চলের পিকনী ধারা গ্রামে CAA প্রচারে ইতিমধ্যে নেমে পড়েছে বিজেপি। 
এদিন ২৭ নং মন্ডল সভাপতি গজেন চন্দ্র বর্মন ও অন্যান্য নেতৃত্ব সুশান্ত দাস, টিংকু দেবনাথ, যতীন বর্মন এবং আরও অনেক প্রচার পর্বে বাড়ি বাড়ি পৌছে মানুষকে বোঝান।  

সভাপতি গজেন বর্মন জানান,  "গ্রাম বাসীদের হাতে লিফলেট দেওয়া হয়, এই আইন নাগরী কত্ব দেওয়ার আইন, নাগরী কত্ব কেরে নেওয়ার কোন বিষয় নেই, অন্যান্য দল নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য ভুল তথ্য প্রদান করছে।"

আরও পড়ুনঃ কোন প্রকার নথি ছাড়াই পরিবর্তন করতে পারবেন আধার কার্ড এর তথ্য