ইতিমধ্যেই ২০২০ আইপিএলের নিলাম হয়ে গিয়েছে। প্রতিটি দলই দর হাঁকাহাঁকি করে তাদের পছন্দের ক্রিকেটারদের কিনে দল গুছিয়ে নিয়েছে। যদিও কবে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেট লিগ, তা এখনও ঠিক হয়নি। অস্ট্রেলিয়ায় পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পাকিস্তানে এশিয়া কাপের জন্যই আইপিএল এর সূচি তৈরিতে সমস্যা হচ্ছে। এরই মধ্যে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি আইপিএল নিয়ে দুটি বড়ো ঘোষণা করলেন। আইপিএলের ২০২০ সালের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে মুম্বইয়ে। একইসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে সন্ধ্যা সাড়ে সাতটা নয় রাতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আটটা থেকেই। 

বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, '২০২০ সালের ফাইনাল মুম্বইয়ে হচ্ছে, আমেদাবাদে নয়। ম্যাচের সময় আটটার বদলে সন্ধ্যা সাড়ে সাতটা করা নিয়ে আলোচনা হলেও ম্যাচ শুরু হবে রাত আটটাতেই। এবারের আইপিএলে কনকাশন সাবস্টিটিউট ও থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত দেখা যাবে।'

এছাড়াও এবারের আইপিএল শুরুর আগে মার্চ মাসের ২৯ তারিখ আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের সঙ্গে নিয়ে বিসিসিআইয়ের তরফে একটি চ্যারিটি ম্যাচের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে বোর্ড সূত্রে।