বছরের একেবারে শুরু অর্জুন সিংয়ের মতো প্রতিপক্ষকে জব্দ করে বেশ খুশিতে মজে ছিল ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস। তবে সন্ধে নামতেই খুশি উধাও। 

এদিন ১৯জন বিধায়ককে নিয়ে ভাটপাড়া পুরসভার দখল নেয় তৃণমূল কংগ্রেস। তখন অর্জুন সিং বলেছিলেন, এই আস্থা ভোট বেআইনি। তিনি আদালতে যাবেন। 

সন্ধ্যাতেই বেশ কিছুক্ষণ সওয়াল-জবাবের পর হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহা বলেন, গত ডিসেম্বর ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনা হয়, তা বেআইনি। তা খারিজ করা হচ্ছে। 

এরপর রাজ্যের পুর আইন অনুযায়ী সমস্ত প্রক্রিয়া এগোবে। ভাটপাড়া পুরসভায় অনাস্থা ভোট-সহ গোটা প্রক্রিয়া খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । এক লহমায় শাসক শিবিরের আনন্দ বদলে গেল দুঃখে।

সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।