SER-10,ময়নাগুড়ি, ২২ জানুয়ারি: গতকাল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার এলাকার ৩১নম্বর জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বছর ৩০এর এক যুবকের। 

জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে প্রায় ১টা নাগাদ উপেন রায় বাইকে করে ময়নাগুড়ি যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে চূড়াভান্ডার এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষের ফলে ছিটকে পরেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম উপেন রায়। বাড়ি  সাপ্টিবাড়ী ১নম্বর অঞ্চলের  জাবরামালি এলাকায়। এবং ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা মৃতদেহ আটকে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ময়নাগুড়ি-ধূপগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের কাজ চলছে। কাজের জেরে রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তায় ধুলোর জন্য চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। যার ফলে প্রায়ই দুর্ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে চুড়াভান্ডার এলাকার স্থানিয়দের।