SER-23, বাঁকুড়া, ২১জানুয়ারী: জ্ঞানের ভান্ডারকে প্রসারিত করতে অপরিহার্য 'বই' । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রবীন্দ্রস্মৃতি বিজড়িত মেজিয়া বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে বই মেলা ।
মেজিয়া গ্রামবাসি ও বই মেলা কমিটির সদস্যদের দ্বারা ঢাক - ঢোল , টাসা সহযোগে পদযাত্রার পর , বলিউড অভিনেত্রী জিনাতা অমন পতাকা উত্তোলন করেন , এর সঙ্গে গ্যাস বেলুন ওড়ানো হয় । তারপর বাংলা চলচিত্রের বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্যোপাধ্যায়ের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বই মেলার সূচনা হয় গতকাল বিকেলে ।
জানাযায় , মেজিয়া বই মেলা এবছর নবম বৎসরে পদার্পণ করল । মেলা চলবে ২৬শে জানুয়ারী পর্যন্ত প্রত্যহ দুপুর ১২টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত ।
মেলায় উপস্থিত ছিলেন অরূপ চক্রবর্তী, মলয় মুখার্জী , মন্ত্রী শ্যামল সাঁতরা প্রমুখ ।
বই মেলায় রয়েছে প্রায় শতাধিক স্টল । যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন । গতকালের মতোই আজও মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো । জানাযায়, মেলায় প্রতিদিন থাকছে তারকা সেলিব্রেটিদের উপস্থিতি । নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে মেলা চত্ত্বর । এছাড়াও রয়েছে প্রায় কুড়িটির মতো সি.সি ক্যামেরা ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊