pic source: kolkata 24X7
আরও পড়ুনঃ OPTION-IPF নিয়ে নতুন নির্দেশিকা 


ইতিমধ্যে শিক্ষক সংগঠন বিজিটিএ'র টিজিটি স্কেল সম্পর্কিত একটি অবমাননা মামলার শুনানি হয় হাইকোর্টে। সেদিন বেলা তিনটে নাগাদ মামলা টি ৩৯ নং কোর্টে শুনানির জন্য উঠলে বিজিটিএ' আইনজীবীরা মাননীয় বিচারপতি কে জানান যে তাঁর দেওয়া রায় এখনো পর্যন্ত মাননেননি সরকার। মূল পে কমিশন বেরোনোর পর শিক্ষকদের রোপাও বেরিয়ে গেছে, কিন্তু সেখানেও মহামান্য হাইকোর্টের রায় কে মান্যতা দেওয়া হয় নি। আবার সরকার কোন শুনানি তে হাজির থাকছেন না, কোন শুনানিতে সময় চেয়ে আদালতের বৃথা সময় নষ্ট করাচ্ছেন। 


তাই তারা কোর্টের রায় কে মান্যতা দেওয়া পর্যন্ত রোপার কাজকর্ম বন্ধ রাখার অনুরোধ জানান। উল্টো দিকে সিনিয়র নেই অজুহাত দিয়ে সরকারী আইনজীবী আরো সময় চান। সব শোনার পর বিচারপতি উষ্মা প্রকাশ করে বলেন রায় মানতে সরকার এতদিন ভিত্তিহীন ভাবে সময় নষ্ট করেছেন। তিনি আগামী ৪ঠা জানুয়ারীর মধ্যে কোর্টের রায় যে সরকার মান্যতা দিয়েছে এই মর্মে এভিডেভিড দিতে বলেন। তার আগেই বিজিটিএ"র আইনজীবীদের তা সার্ভ করতে বলে নির্দেশ  দেন। এখানে শেষ নয়, এর পর ১০ ই জানুয়ারী তিনি মামলা টি পুনরায় শুনবেন বলে জানান।


কিন্তু সূত্রের খবর ৪ তারিখ পেরিয়ে গেলেও এখনো সরকারের পক্ষথেকে কোন সদর্থক পদক্ষেপ গ্রহন করতে দেখা যায় নি। তবে নতুন করে অনলাইনে অপশন/ফিক্সেশন জমার নির্দেশিকা জারি হয়েছে।

আজ বিকাল ৩ টা নাগাদ ৩৯ নং কোর্টে  বিজিটিএর মামলার শুনানি শুরু হয়।  দীর্ঘ শুনানির পর বিচারপতি জানান--আগামী 14ই জানুয়ারির মধ্যে compliance affidavit চেয়ারম্যান পে কমিশনকে জমা দিতেই হবে এরপর আর কোনো সময় আদালত দেবে না এবং 16ই জানুয়ারি এই বিষয়ে আদালত তার রায় প্রদান করবে। আজ বিজিটিএর সিনিয়র আইনজীবী অত‍্যন্ত দক্ষতার সঙ্গে বিষয়গুলি তুলে ধরেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংগঠনের সম্পাদক সৌরেন ভট্টাচার্য জানান 16তারিখ এফিডেভিট দেখে মাননীয়া বিচারপতি রায় প্রদান করবেন।