দীর্ঘ ৪০ মাস ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক এর গুরুদায়িত্বে ছিলেন দেশের প্রাক্তন উইকেটরক্ষক এমএসকে প্রসাদ। গত শুক্রবার এমএসকে প্রসাদ ও তাঁর নেতৃত্বাধীন প্যানেলের কার্যকাল শেষ হয়েছে। শুরু হয়ে গিয়েছে নতুন নির্বাচক প্রধানের নাম নিয়ে জল্পনা। যদিও সূত্রের খবর, দেশের প্রধান ক্রিকেট নির্বাচকের আসনে বসার লড়াই-এ এগিয়ে রয়েছেন ভারতের প্রাক্তন মিডিয়াম ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ ও স্পিনার লক্ষ্মণ শিবরামাকৃষ্ণণ।
বিসিসিআই-র নতুন প্রধান নির্বাচক কে হবেন, তা ঠিক করবে বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। সূত্রের খবর, বিসিসিআই-র প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতের প্রাক্তন মিডিয়াম ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ ও স্পিনার লক্ষ্মণ শিবরামাকৃষ্ণণ। প্রসাদ নিযুক্ত হলে তিনি দেড় বছর এই গুরুত্বপূর্ণ পদে বহাল থাকতে পারবেন। তবে পুরো তিন বছর বিসিসিআই-র প্রধান নির্বাচক থাকতে পারবেন লক্ষ্মণ শিবরামাকৃষ্ণণ। নির্বাচক কমিটির অন্যতম সদস্য গগন খোদার পরিবর্ত হওয়ার লড়াই-এ এগিয়ে রয়েছেন মধ্যপ্রদেশের রাজেশ চৌহান ও অময় খুরেশিয়া।
ভারতের প্রাক্তন ফাস্ট বোলার তথা মুম্বই-র প্রাক্তন প্রধান নির্বাচক অজিত আগারকরও বিসিসিআই-র প্রধান নির্বাচক হওয়ার লড়াই-এ রয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। তিনি শুক্রবারই নিজের আবেদন পত্র জমা দিয়েছেন বলে খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊