![]() |
pic source: Jagdeep Dhankhar twitter |
আজ কোলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাএরা।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের নজরুল মন্চে সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে ।সেই প্রেক্ষাগৃহের গ্রীন রুম থেকেই বিক্ষোভের জেরে বিদায় নিতে বাধ্য হলেন রাজ্যপাল।
CAA ও NRC এর সমর্থনে অনেক সময় রাজ্যপালের বক্তৃতা ছাএদের মধ্যে ক্ষোভের সন্চার করে,তারি বহিঃপ্রকাশ এই বিক্ষোভ।
রাজ্যপালকে ছাড়াই সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে ।উপস্থিত আছেন সদ্য নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জী ।
The uppermost thought in mind while leaving Calcutta University without attending the Convocation is to ensure there is no compromise of the immense respect we have for Nobel laureate Abhijit Vinayak Banerjee on whom we are conferring honorary D Litt (honoris causa).— Jagdeep Dhankhar (@jdhankhar1) January 28, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊