picsource:northest now


প্রজাতন্ত্র দিবসের সকালে অসমের বিভিন্ন প্রান্তে পরপর পাঁচটি বিস্ফোরণ হল। তবে বিস্ফোরণের তীব্রতা কম ছিল। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

আজ সকালে ডিব্রুগড়ের গ্রাহাম বাজারের একটি দোকানে আইডি বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অসমের ডিজিপি বলেন, 'ডিব্রুগড়ে বিস্ফোরণের বিষয়ে খবর পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। ঘটনায় কে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।' এরইমধ্যে ডিব্রুগড়ের গুরুদোয়ারার কাছে আরও একটি বিস্ফোরণের খবর মেলে। সেখানেও আইডির বিস্ফোরণ হয়। সোনারি, দুমদুমা ও দুলিয়াজান থেকেও গ্রেনেড বিস্ফোরণের খবর পাওয়া যায়।

বিস্ফোরণের দায় এখনও কেউ স্বীকার না করলেও ঘটনার পিছনে আলফার (আই) হাত রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ।

ঘটনার তীব্র নিন্দা করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি টুইট করেন, 'অসমের কয়েকটি জায়গায় বিস্ফোরণের তীব্র নিন্দা করছি। এরকম পবিত্র দিনে সন্ত্রাস ছড়ানোর একটা কাপুরুষোচিত চেষ্টা। সাধারণ মানুষের নাকচ করে দেওয়ায় হতাশ হওয়া সন্ত্রাবসাদী সংগঠনের রূপটাই সামনে এসেছে এই বিস্ফোরণ।'