সবুজ থাক আমাদের পৃথিবী, আমাদের পরিবেশ আমাদের নেতাজী।
পরিবেশ বিপ্লবে মাতোয়ারা সমগ্র বিশ্ব।আজ বিশ্বয়ানের মুক্তির পথ খুঁজতে সবাই যখন বদ্ধপরিকর পরিবেশের সুস্থতা খুঁজতে, ঠিক তখনই কিছু ছোটো মুখ তাদের সৃষ্টিশীলতার মধ্যে দিয়ে পরিবেশ বাঁচিয়ে রাখার বার্তা দিয়ে চলেছে সমগ্র মানবজাতির কাছে। পরিবেশ বাঁচলে বাঁচবে সমগ্র মানবজাতির অস্তিত্ব। তাই পরিবেশ বাঁচাতে কৃষ্ণনগর সাঁই ভাবনা আর্ট এন্ড ক্র্যাফটের ছাত্র- ছাত্রীরা তাদের নিজস্ব চিন্তা ভাবনায় পরিবেশ কে এক নতুন রুপ দিলো আজ নেতাজীর ১২৩তম জন্মদিনে। পরাধীন ভারতকে স্বাধীন করতে বিপ্লবের জন্মদিয়েছিলেন স্বয়ং নেতাজী সুভাষ চন্দ্র বসু। আর সেই মহানব্যক্তির জন্মদিনে ছাত্র- ছাত্রীদের সৃষ্টিশীল সৃজনাত্মক ভাবনার এক অন্যরকম শ্রদ্ধাজ্ঞাপন বীর বিপ্লবীর প্রতি।
সবুজ থাক আমাদের পৃথিবী, আমাদের পরিবেশ আমাদের নেতাজী।২৩ শে জানুয়ারী গোবরাপোতা সাঁই ভাবনা আর্ট এন্ড ক্র্যাফটের শাখা স্কুলের ছাদে বিভিন্ন প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে ছোটোদের নেতাজীর জন্মদিনপালন। তাদের কথায় নেতাজী কে নিয়ে আমাদের মত অনেক ছোটরাই অনেক কিছু জানতে পারবে।
পরিবেশ সবুজ থাক, গাছ কাটা, নদীদূষণ, বায়ুদূষণ, প্লাষ্টিক দূষণ, জল অপচয় বন্ধ হোক। আগামীর পৃথিবীকে আরও সুন্দর করতে এইরকম উদ্যোগ আমাদের আরও বেশী করে পরিবেশের কাছে নিয়ে যাবে। নেতাজী বলে ছিলেন, - প্রকৃতির সঙ্গ ও শিক্ষা না পাইলে, জীবন মরুলোকে বির্বাসনের মত, সকল রস ও অনুপ্রেরনা হারায়।তাই আমরা মহান বীরের জন্মদিন পালন করলাম পরিবেশ কে সামনে রেখে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊