রবিবার কংগ্রেসের তরফে দিল্লিতে আয়োজন করা হয়েছিল একটি মিছিলের। মিছিল শেষে ঘটল বিপত্তি। কংগ্রেস নেতা সুরেন্দ্র কুমার মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ ফসকে স্লোগান দিয়ে ফেলেন 'প্রিয়াঙ্কা চোপড়া জিন্দাবাদ' । মঞ্চে তখন উপস্থিত ছিলেন দিল্লি কংগ্রেসের প্রধান সুভাষ চোপড়া। রীতিমতো অপ্রস্তুতে পড়ে যান তিনি।
এই ভিডিয়ো ANI প্রকাশ করতেই সংবাদমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে পরে। হাসাহাসি হয় ওই নেতাকে নিয়ে। কেউ কেউ মন্তব্য করেন, ভাগ্যিস রাহুল গান্ধী ওই মিছিলে ছিলেন না। এমনও হতে পারত কংগ্রেস নেতারা স্লোগান দিতেন রাহুল বাজাজ জিন্দাবাদ। পাশাপাশি কেউ কেউ আবার প্রশ্ন করেন, কবে কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া?
#WATCH Delhi: Slogan of "Sonia Gandhi zindabad! Congress party zindabad! Rahul Gandhi zindabad! Priyanka Chopra zindabad!" (instead of Priyanka Gandhi Vadra) mistakenly raised by Congress' Surender Kr at a public rally. Delhi Congress chief Subhash Chopra was also present.(01.12) pic.twitter.com/ddFDuZDTwH— ANI (@ANI) December 1, 2019
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊