Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুষ্কৃতীদের গুলিতে জখম এসআই-সহ ২


দুষ্কৃতীদের গুলিতে জখম আসানসোল দক্ষিণ থানার এসআই সন্দীপ পাল। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ আধিকারিক। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ আসানাসোল স্টেশন রোডের ১৩ নম্বরে কর্তব্যরত ছিলেন আসানসোল দক্ষিণ থানার এসআই সন্দীপ পাল, কনস্টেবল অরিজিৎ সামন্ত ও এক সিভিক ভলান্টিয়র। সেই সময় এক অটোচালক তাঁদের জানান যে, তিন ব্যক্তি তাঁর অটোতে এসেছেন। কিন্তু ভাড়া নিয়ে সমস্যা হচ্ছে। তাই পুলিশ আধিকারিকদের বিষয়টি দেখতে বলেন তিনি। অটোচালকের কথা শুনে ওই তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কথায় অসংগতি থাকায় তাঁদের থানায় যাওয়ার কথা বলেন এসআই সন্দীপ পাল। কিন্তু নানা অজুহাতে পুলিশ আধিকারিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা।

সেই সময় জোরপূর্বক অভিযুক্তদের গাড়িতে তোলার চেষ্টা করেন পুলিশ কর্মীরা। পুলিশের হাত থেকে বাঁচতে তখনই লঙ্কার গুঁড়ো ছিটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। সেই সময় পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে ২ রাউন্ড গুলিও চালায় অভিযুক্তরা। ধস্তাধস্তি হয় পুলিশ কর্মীদের সঙ্গে। এই পরিস্থিতিতে কোনওক্রমে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্তরা। ধস্তাধস্তিতে আহত হন কনস্টেবল অরিজিৎ সামন্ত।

এরপর থানায় ফিরে আচমকা অসুস্থ হয়ে পড়েন এসআই সন্দীপ পাল। সেই সময় বোঝা যায় গুলিবিদ্ধ হয়েছেন তিনি। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code