রাজ্য বিদ্যুৎ বণ্ঠন কোম্পানী জনগনকে বােকা বানিয়ে বছরের পর বছর যে বিদ্যুৎ ব্যবহার করা হয় না, তবুও কৌশলে তার জন্য টাকা নিচ্ছেন বা দিতে হচ্ছে-এই ধরণের একাধিক সমস্যার সমাধানের দাবীতে আজ সারাভারত যুবলীগের পক্ষ থেকে সাহেবগঞ্জ বিদ্যুৎ কার্যালয়ে ডেপুটেশন প্রদান করে।
আজ মূলত যে সকল সমস্যার সমাধানের দাবীতে ডেপুটেশন দেওয়া হয়-
১। কোম্পানীর প্রতি ইউনিটের দাম কমাতে হবে।
২। মাসিক বিল মাসের মধ্যে গ্রহণ করতে হবে।
৩। ত্রৈমাসিক বিলের ব্যবস্থা বাতিল করতে হবে।
৪। কৃষি ক্ষেত্রে কৃষকদের বিনা মাশুলে বিদ্যুৎ দিতে হবে।
সারাভারত যুবলীগের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ জানান- "ত্রৈমাসিক বিল নেওয়ার মধ্য দিয়ে আমাদের অযথা বহু টাকা বিদ্যুৎ কোম্পানী নিয়ে যাচ্ছে যা আমারা ব্যবহার করি না। তাছাড়া ভারতের যে কোন রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম অনেক বেশি। দেশের বিভিন্ন রাজ্যের কৃষিক্ষেত্রে বিদ্যুৎ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে, আমাদের রাজ্যে সেই ব্যবস্থা নেই। রাজ্য বিদ্যুৎ কোম্পানীগুলির সাশ্রয় হয়েছে ৫ হাজার কোটি টাকা, ট্যাক্স বাবদ কমেছে ৭%, ২০১৬-১৭ সালে। কয়লার দাম কমেছে ৪০ শতাংশ তবুও এই বেলাগাম বিদ্যুৎ বিল কেন ? রাজ্য সরকার কার স্বার্থে এই ব্যবস্থা করেছেন। দিল্লী সরকার ২০০ ইউনিট পর্যন্ত বিল মুকুব করছেন। ঐ রাজ্য পারলে পশ্চিমবঙ্গ পারে না কেন?"
তিনি আরও জানান- " কোন একটি দল কর মুক্ত রাজ্য বলে বৎসরের পর বৎসর কোটি কোটি টাকা বিদ্যুৎ মাশুল দিচ্ছেন না। এর বিরুদ্ধে অ্যাকশন হোক। আর যদি না হয় তবে আমরা সবাই বিত্যুৎ বিল বয়কট করবো।"
বিস্তারিত শুনুন ভিডিওতে-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊