ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার জেলার সিতাই। গতকাল রাতে সিতাই বিধান সভার বিধায়ক মাননীয় জগদীশচন্দ্র বসুনিয়ার উপর বিজেপি দুষ্কৃতিদের হামলা হয় বলে অভিযোগ।

গতকাল কোচবিহার বই মেলার উদ্বোধন উপলক্ষ্যে তিনি কোচবিহারে যান।সেখান থেকে রাতে বাড়ি ফেরার সময় গোসানিমারীতে তার উপর গোটা ১৫/২০জনের একটি দল তার উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ।তার গাড়ির কাঁচ ভেঙ্গে দেয় ও তাকে গাড়ি থেকে বের করে আঘাত করে।তার দেহরক্ষীও আহত হয়।

চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় মানুষ আসলে তিনি প্রাণে বেঁচে যান।তারা সবাই বিজেপির লোক বলে দাবী করেন বিধায়ক।তার বুকের একটি পাঁজর ভেঙ্গে যায় বলে জানা যায়।এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ।

কোচবিহারের লোকসভা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় জানান,বিজেপির এই বর্বরতার প্রতিবাদের আজ গোসানিমারীতে প্রতিবাদ মিছিল হবে।তারপর সারা জেলায় গণতান্ত্রিক পথে প্রতিবাদ হবে বিজেপির দুষ্কৃতিদের বিরুদ্ধে।

গতকাল রাত থেকেই সিতাইয়ে পাল্টা আক্রমন শুরু করে তৃনমূল-এমনি অভিযোগ বিজেপির। অভিযোগ, বিজেপির স্থানীয় নেতা প্রশান্ত বর্মণের বাড়ি ভাঙচুর ও লুঠতরাজ করে। 

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিতাই থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

যদিও ওই অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃনমূল কংগ্রেস নেতৃত্বরা।