উত্তরবঙ্গের ধর্নার প্রভাব এবার গিয়ে পড়ল পূর্ববঙ্গে, বগুড়ায় প্রেমিকের বাড়ির সামনে ধরনায় যুবতী

অভিনয়ের প্রতি আগ্রহী হলেই সমাজের মানুষের মুখে যেই কথাটি সর্ব প্রথম শুনতে হয় তা হল অভিনয় করে কি হিরো আলম হবি? আর এই বগুড়ার হিরো আলমকে কে না চেনে। সেই বগুড়ার এক তরুণী বিয়ের দাবিতে অনশনে বসলেন প্রেমিকের বাড়ির সামনে। এর আগে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গে বিভিন্ন স্থানে এই ধর্না বিবাহ চলেছে, যার মধ্যে অন্যতম ও প্রথম ধর্না বিবাহ হল ধুপগুড়ির অনন্তের ধর্না বিবাহ। এর পর একে একে দিনহাটা থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ঘটেছে এই ধর্না বিবাহ। শেষ পর্যন্ত কেও সফল হয়েছে আবার কেও অসফলও হয়েছে। 

বগুড়ার ওই তরুণীর অভিযোগ, ওই গ্রামের সাইকেল মিস্ত্রী শাহাজামাল শেখের কলেজ পড়ুয়া ছেলে রিপন শেখ তাকে বিয়ের আশ্বাস দিয়ে তালবাহানা করেছে। তাই সে গত চারদিন ধরে অনশন করছে। ওই তরুণী জানায়, ৯ মাস আগে রিপনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় হয়। মোবাইল ফোনে কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্পর্ক চলাকালে বিয়ের আশ্বাস দিয়ে রিপন ওই তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। এতে তরুণীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে রিপনের মা তাকে গর্ভপাত ঘটানোর পরামর্শ দেন। তার মায়ের কথামতো ওই তরুণী গর্ভপাত করান। পরে বিয়ের প্রসঙ্গ ওঠালে রিপনের পরিবার বিষয়টি নিয়ে নানা বাহানা দেখায়।

রিপনের মা রেখা বেগম অবশ্য জানান, এই মেয়েকে তাঁরা চেনেন না। আমার ছেলের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। তবে গ্রামের এক বাসিন্দা জানান. রিপনের বিরুদ্ধে এর আগে গ্রামে একাধিকবার সালাশি বসেছে। কিন্তু রিপণ এসবে পাত্তা দেয় না।