ছবি প্রতীকী


রাজ্যে বিগত কয়েক বছর ধরে একাধিক স্তরের শিক্ষকরা নিজেদের বঞ্চনার বিরুদ্ধে লড়াই করছেন, কোথাও দাবি সম্মানের কোথাও আবার যোগ্যতা অনুযায়ী বেতনের। প্রাথমিকে যোগ্যতা অনুযায়ী বেতন অর্থাৎ পিআরটি স্কেলের দাবিতে, টিজিটি স্কেলের জন্যে এখনো আন্দোলন চলছে রাজ্য জুড়ে। পাশাপাশি এসএসকে, এমএসকে, এএস এবং পার্শ্ব শিক্ষকরা লড়াই করছেন সম্মান ও সঠিক বেতনের জন্যে।
অবশেষে দীর্ঘ ৮ বছর পরে পঞ্চায়েতের শিশুশিক্ষাকেন্দ্র ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের বেতনবৃদ্ধির অর্ডার হলো৷

২০১৯ সালের ১লা এপ্রিল থেকে এরিয়াসহ এমাসেই বর্ধিত বেতন তারা হাতে পাবেন বলে অর্ডারে জানানো হয়েছে৷ আন্দোলনের ফলে এবছরই তারা জীবনের প্রথমবার বোনাস পেয়েছেন৷ মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকা ও সমহারে দ্রুত বেতন পাবে৷ এবং অন্যান্য সুবিধাসহ পঞ্চায়েত ও পৌরদপ্তর থেকে শিক্ষাদপ্তরে দ্রুত অন্তর্ভুক্তিকরনের বিজ্ঞপ্তি এমাসেই প্রকাশিত হবে৷