আরিফ হোসেন, ওকড়াবাড়ীঃ দেশকে সুরক্ষিত রাখার দায়ভার কাঁধে নেয় সেনা-জওয়ানরা। এমনি এক আর্মি হঠাৎ ব্রেইন স্ট্রোক হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দিনহাটার সীমান্তবর্তী এলাকা ওকড়াবাড়ীর বাসিন্দা জাফরুল আলম পাটোয়ারি বেশ কয়েক বছর আগেই ইন্ডিয়ান আর্মিতে যুক্ত হন বলে জানাগেছে। তিনি কোবরা কমান্ডে কর্মরত ছিলেন। হঠাৎই তার ব্রেইন স্ট্রোক করলে কলকাতার এক নামি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে শারিরীক পরিস্থিতি সন্তোষজনক না হওয়ায় দিল্লীতে পাঠানো হয়। কিন্তু , কোনভাবেই বাঁচানো সম্ভব হয়নি।
বুধবার রাত্রি ৯টা ৪৫ নাগাদ তার মরদেহ আর্মি গাড়িতে করে নিজ বাসভবন ওকড়াবাড়ীতে পৌঁছায়। রাত্রি ১১টায় সেনা মর্যাদায় তার শেষকৃত্য ইসলাম ধর্মমতে জানাজা সম্পন্ন হয়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। স্থানীয় মানুষেরা জানান, "জাফরুল খুব ভালো মনের মানুষ ছিলেন। তাঁর অহংকার ছিল না।"
জাফরুলের অকাল প্রয়াণের জেরে রাষ্ট্র যেমন হারালো এক বীর সৈনিক তেমনি তার পরিবার হারালো অভিভাবক। মৃত্যুকালে তিনি রেখে গেলেন এক শিশু সন্তান, স্ত্রী এবং বৃদ্ধা মা ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊