দীর্ঘ দিনের দাবী অনুযায়ী বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের অধীনে 7/71 নং বুধে পঞ্চায়েত মাননীয় শ্রী পরেশচন্দ্র অধিকারীর তৎপরতায় চলছে রাস্তা সংস্কারের কাজ।

কাজ শুরু হওয়ার  সময় কাজের অসঙ্গতিতে স্থানীয়  বাসিন্দাদের সঙ্গে শ্রমিকদের বাগ্‌বিতন্ডা হলে তৎক্ষণাৎ পঞ্চায়েত  ঘটনাস্থলে ছুটে আসেন এবং রাস্তার যাতে কোনও রকম অসঙ্গতি না থাকে তার নির্দেশ দেন।

তবে এতেও স্থানীয় কয়েকজন ক্ষোভ প্রকাশ করেছেন যে, প্রতিশ্রুতি মতো কোন কাজ হয় না। এবারে রাস্তা পঞ্চায়েতের কথা অনুযায়ী মেরামত না হলে তারা কাজ বন্ধ করে দিতে বাধ্য হবে। কী বললেন পঞ্চায়েত শুনুন......