আজ মুর্শিদাবাদ, বর্ধমান, পুরুলিয়ায় APGTWA এর কমিটি গঠন হয়। ইতিমধ্যে উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় সংগঠনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।  মুর্শিদাবাদ জেলার বহরমপুরের স্কোয়ার ফিল্ড এ APGTWA এর সমাবেশে বক্তব্য রাখেন রাজ্যের কোর কমিটির সদস্য মনোজ মণ্ডল  এবং ড: দিব্যেন্দু দে । মনোজ মণ্ডল  তার বক্তব্যে  পিজি শিক্ষকগন যে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার তা তুলে ধরেন। যে সমস্ত সার্ভিসে  প্রমোশন এর সুযোগ নেই তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট CAS এর ব্যবস্থা আছে। কিন্তু পিজি  শিক্ষকগন তা থেকে বঞ্চিত। মাননীয় ড: দিব্যেন্দু দে মহাশয় সংগঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করেন।

নব নির্বাচিত মুর্শিদাবাদ জেলার কমিটি
প্রেসিডেন্ট - পিন্টু দাস
ভাইস প্রেসিডেন্ট - মোহাম্মদ কামরুজ্জামান, সোনালী গুপ্ত, ও অর্পিতা বিশ্বাস
সেক্রেটারি - অরূপ রায়
Assitant সেক্রেটারি - সমীর সাহা
কোষাধ্যক্ষ - প্রদীপ কুমার মালো

অন্যদিকে APGTWA এর কোর কমিটির সদস্য  রথীন সাঁই  এর নেতৃত্বে পশ্চিম বর্ধমান  জেলার  APGTWA সংগঠনের জেলা কমিটি গঠিত হয়। সেখানে রথীন সাঁই সংগঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং আগামী দিনের কর্মসূচি সম্পর্কে সবাইকে আহ্বান করেন।
নবনির্বাচিত পশ্চিম বর্ধমান জেলা কমিটি:
 সভাপতি: প্রেমানন্দ দাস
 সহ-সভাপতি: পার্বতী চক্রবর্তী ও সারদা রায়
 সম্পাদক: রঞ্জিত কর্মকার
সহ-সম্পাদক: সুমনা চ্যাটার্জি ও স্বপ্না মিশ্র
কোষাধক্ষ্য: কৌশিক কারক
 যুগ্ম কোষাধক্ষ্য: নিশীথ মাঝি
জেলা পরিদর্শক: রবি শংকর দাস ও শিবাশীষ মন্ডল

এছাড়াও পুরুলিয়া জেলায় 19 জন সদস্য নিয়ে জেলা কমিটি গঠন করেছে APGTWA।  পুরুলিয়া জেলার কমিটির নবনির্বাচিত পদাধিকারী হলেন..
সভাপতি: হর প্রসাদ রাজেক
 সহ-সভাপতি: উল্লাস মাহাতো ও সঞ্জয় কুমার দাস
 সম্পাদক: অরূপ কর
 কোষাধক্ষ্য: ত্রিদীব কর
যুগ্ম কোষাধক্ষ্য: বিদ্যুৎ পাত্র
জেলা পরিদর্শক: অরিন্দম গাঙ্গুলী