রবিবারেও স্কুল খোলা রাখার ডি আই এর নির্দেশ ঘিরে  তৈরি হয়েছে বিতর্ক ।

জানাগেছে মাননীয়া মুখ্যমন্ত্রী এবং অন্যান্য  উচ্চপদস্থ আধিকারিক আগামী ২৯ এবং ৩০ ডিসেম্বর পুরুলিয়া জেলে পর্যবেক্ষনে আসবেন।

আর তাই পুরুলিয়ার ডি আই জেলার প্রতিটি  জুনিয়ার , মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশ পাঠিয়েছেন রবিবার এবং সোমবার (২৯,৩০ ডিসেম্বর) বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক, অশিক্ষক কর্মচারি সহ ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।

সাথে নির্দেশে আরও বলা হয়েছে বিদ্যালয়ের পোশাক আবশ্যিক এবং বিদ্যালয় ক্যাম্পাস এবং সাথে টয়লেট গুলিও পরিষ্কার রাখতে হবে।

শেষে আরও বলা হয়েছে যে কোন ধরণের পর্যবেক্ষনের জন্য প্রস্তুত থাকতে হবে।


এই নির্দেশ আসামাত্র স্যোসাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে বিতর্ক। কি করে রবিবার স্কুল খোলা থাকে সে বিষয়ে প্রশ্ন তুলেছে অনেক শিক্ষকই। 

দেখে নিন সেই বিজ্ঞপ্তি- 
ফেসবুক থেকে প্রাপ্ত-ছবিটির সত্যতা যাচাই করা হয়নি।