প্রাথমিক বিদ্যালয়ের দৈনন্দিন শ্রেণির রুটিনে এবার লোকক্রীড়ার নতুন সংযোজন হতে চলেছে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী বর্তমানে রাজ্যের প্রাথমিক বিদ্যালয় গুলিতে শরীরশিক্ষা বাধ্যতামূলক। এই শরীরশিক্ষা ক্লাসকে আরও মনোগ্রাহী করে তোলার জন্য বিদ্যালয় গুলিতে  চু কিতকিত, টিপ্পা, স্কিপিংয়ের মতো শিশুদের পছন্দের খেলাকে স্কুলের রুটিনের মধ্যে স্থান করে দিতে চলেছে পর্ষদ। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-২০২০ শিক্ষা বর্ষ থেকে মিড-ডে-মিল খাওয়ার আগে এই লোকক্রীড়া গুলো করাতে হবে। এই লোকক্রিড়া শিক্ষাক্ষেত্রে-বা সহশিক্ষার ক্ষেত্রে এক আনন্দদায়ক পরিবেশ তৈরি করবে বলে পর্ষদ মনে করে। 

এতে শরীরচর্চা পাশাপাশি বিদ্যালয়ের প্রতি ছাত্রদের আগ্রহ বারবে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।তেমনই তারা স্কুলে আসার জন্য আরও আগ্রহী হয়ে উঠবে বলে বিশেষজ্ঞ মহল মনে করেন।