সুজাতা ঘোষ, বাগডোগরা:  প্রিয়াঙ্কা রেড্ডিকে ধর্ষণ করে তাকে মর্মান্তিকভাবে খুন করার প্রতিবাদে আজ বাগডোগরার পার্শ্ববর্তী অঞ্চল মুলাইজোত  গ্রামের বাসিন্দারা ধিক্কার মিছিল বের করেন এবং ধর্ষকদের ফাঁসির দাবি করেন, শুধু তাই নয়  তীব্র ক্ষোভ প্রকাশ করতে ধর্ষকদের কুশপুতুলে আগুন জ্বালিয়ে পোড়ালো গ্রামবাসীরা ।