বাঁশ আর কাপড় দিয়ে তৈরি একটা ঝোলার মধ্যে বসে এক সন্তানসম্ভবা যন্ত্রণায় কাতরাচ্ছেন । দু'জন লোক ওই কাপড়ের ঝোলায় বসিয়ে তাঁকে নিয়ে যাচ্ছেন। সঙ্গে রয়েছেন এক মহিলা। রাস্তার দূরত্ব কমপক্ষে ৬ কিমি। বৃষ্টির জেরে বেহাল রাস্তার কারণে অ্যাম্বুল্যান্স যায়নি। সেই কারণেই অ্যাম্বুল্যান্সের কাছে ওই ভাবে নিয়ে যাওয়া হয় মহিলাকে।
কিন্তু হাসপাতাল পৌঁছনোর অনেক আগে পথেই সন্তান প্রসব করেন তিনি। তামিলনাড়ুর এরোডের বুরগুরের ঘটনা। পুরে ঘটনাটি ভিডিও করেছেন কেউ একজন। আর সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনায় দেশে স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে আবারও প্রশ্ন উঠছে।
সেপ্টেম্বরে, অসমে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল। যেখানে এক মহিলা রাস্তাতেই প্রসব করেছিলেন।
কিন্তু হাসপাতাল পৌঁছনোর অনেক আগে পথেই সন্তান প্রসব করেন তিনি। তামিলনাড়ুর এরোডের বুরগুরের ঘটনা। পুরে ঘটনাটি ভিডিও করেছেন কেউ একজন। আর সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনায় দেশে স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে আবারও প্রশ্ন উঠছে।
সেপ্টেম্বরে, অসমে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল। যেখানে এক মহিলা রাস্তাতেই প্রসব করেছিলেন।
#WATCH Pregnant woman carried in a cloth cradle for 6 kms as ambulance couldn't reach due to lack of proper roads in Burgur, Erode. Woman's husband with villagers trekked to reach ambulance. She delivered a boy, yesterday, on way to hospital, mother & child are fine. #TamilNadu pic.twitter.com/AmIJ0MKG1R— ANI (@ANI) December 4, 2019
চলতি বর্ষায় বৃষ্টির কারণে এরোডে জেলায় বেশ কয়েকটি রাস্তার বেহাল দশা হয়েছে। সেই কারণেই মহিলাকে কাপড়ের ঝোলায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করা হচ্ছে।
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊