পেঁয়াজের বাজারে আগুন ১৫০ ছুঁই ছুঁই। দম বন্ধ হয়ে আসছে মধ্যবিত্তের। পেঁয়াজ আর কেনা হচ্ছে না। মাংস আর পেঁয়াজের দাম আজ প্রায় একই দাঁড়াচ্ছে। এই অবস্থায় হুঁশ নেই কেন্দ্রের। আর এর মধ্যেই সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানালেন, তিনি পেঁয়াজই খান না। তাঁর হেঁশেলে পেঁয়াজ আসে না। আর তাঁর এই বক্তব্যের পরেই সংসদে হাসির রোল পড়ে যায়। বিরোধীরা কটাক্ষও করেন।
পেঁয়াজের দামবৃদ্ধি রুখতে কী কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র? বুধবার সংসদে দাঁড়িয়ে সেই প্রসঙ্গেই বক্তব্য রাখছিলেন নির্মলা। সেখানেই তিনি বলেন, আসলে আমি পেঁয়াজ বা আদা খাই না। আমার পরিবারের খাবারের মেন্যুতেও পেঁয়াজ খুবই কম থাকে। তাই পেঁয়াজের মূল্যবৃদ্ধি আমাকে ব্যক্তিগতভাবে ততটা বিব্রত করেনি। এমনকি পরিবারের মানুষও সেই নিয়ে বিশেষ ভাবিত নয়। এই কথা শোনার পরেই সেখানে উপস্থিত সাংসদদের মধ্যে হাসির রোল পড়ে যায়। একজন আবার বলেন, ‘হ্যাঁ, বেশি পেঁয়াজ খেলে মানুষ খিটখিটে হয়ে যায়।’
পেঁয়াজের দামবৃদ্ধি রুখতে কী কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র? বুধবার সংসদে দাঁড়িয়ে সেই প্রসঙ্গেই বক্তব্য রাখছিলেন নির্মলা। সেখানেই তিনি বলেন, আসলে আমি পেঁয়াজ বা আদা খাই না। আমার পরিবারের খাবারের মেন্যুতেও পেঁয়াজ খুবই কম থাকে। তাই পেঁয়াজের মূল্যবৃদ্ধি আমাকে ব্যক্তিগতভাবে ততটা বিব্রত করেনি। এমনকি পরিবারের মানুষও সেই নিয়ে বিশেষ ভাবিত নয়। এই কথা শোনার পরেই সেখানে উপস্থিত সাংসদদের মধ্যে হাসির রোল পড়ে যায়। একজন আবার বলেন, ‘হ্যাঁ, বেশি পেঁয়াজ খেলে মানুষ খিটখিটে হয়ে যায়।’
এদিকে, নির্মলা এদিন জানান, পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। যেমন– পেঁয়াজ রপ্তানি বন্ধ করা হয়েছে, মজুত রাখার সীমাও নির্দিষ্ট করে বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি ফড়েদের রুখতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊