যাঁরা NVSP পোর্টালে ভোটার লিস্ট সংশোধনের জন্য আবেদন করেছিলেন তাঁরা http://wberms.gov.in/web_searchengine/ এই লিংকে গিয়ে জানতে পারবেন সংশোধন হয়েছে কিনা।    লিংকে ক্লিক করে আপনার EPIC No এবং ক্যাপচা কোড দিয়ে সার্চ করলে ভোটার তথ্য চলে আসবে I প্রিন্ট অপসন গিয়ে ডাউনলোড করে নিলে নিন্মের ন্যায় একটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন I যাঁদের পুরানো EPIC কার্ড আছে, অনেকেরই EPIC No পরিবর্তন হয়ে গেছে,  সেটাও এই ফাইল এ পেয়ে যাবেন I 

যাঁদের কারেকশন হয়েছে,  www.nvsp.in পোর্টালে গিয়ে লগ ইন করবেন,  তারপর Forms এ যাবেন 001ফর্মটি ফিল আপ করে আপলোড করে দিন I নতুন ভোটার কার্ড BLO মারফত আপনার বাড়ী চলে আসবে I