Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিধায়ক উদয়ন গুহর নেতৃত্বে NRC & CAB এর বিরুদ্ধে মিছিল



সদ্য পাশ হওয়া নাগরিকত্ব বিল দেশের গণতান্ত্রিক চরিত্র বদলে দিচ্ছে বলে অভিযোগ তৃনমূলের। এই বিল শুধু ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট করছে না, এই বিল রীতিমত অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছেন তাঁরা। দেশের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক পরিচয় বদলে দিতে উদ্যত হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন সরকার। তাঁদের আরও অভিযোগ, এই বিল পাশ করে সারা দেশে এনআরসি করতে চাইছে মোদি-শাহের সরকার। আর এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দেবে।

আজ শুকারুর কুঠি ধাপড়া হাট বাজারে বিধায়ক উদয়ন গুহর নেতৃত্বে NRC & CAB এর বিরুদ্ধে মিছিল করা হয়।  উপস্থিত ছিলেন শুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েত প্রধান বিষ্ণু কুমার সরকার,ফেরদৌস রহমান, ফরিদ হোসেন,হারিচ মিয়া, ফারুক মিয়া, আমজাদ হোসেন, জাকির হোসেন এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ। মিছিলের শেষে এক আলচনা সভা অনুষ্ঠিত হয় এবং অমিত শাহের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code