Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্ব সুন্দরী ২০১৯ এর পথে এক ভারতীয় কন্যা


ভারতীয় কন্যা মানুষী ছিল্লার ২০১৭ তে জয় করেছিলেন মিস ওয়ার্ল্ডের উজ্জ্বল মুকুট। এবারের সেই লড়াইয়ে লন্ডন পাড়ি দিয়েছেন মিস ইন্ডিয়া  সুমন রাও। সৌন্দর্যে বিশ্বজয় করতে তৈরী ২০ বছর বয়সী সুমন রাও। আগামী ১৪ ডিসেম্বর, ২০১৯-এ ইউনাইটেড কিংডমের  এক্সেল লন্ডনে  অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড। সুমন রাও ২০১৯ এ মিস ইন্ডিয়া রাজস্থান খেতাব জয় করেন।

সকল ভারতবাসীর ভালোবাসা নিয়ে নিজেকে প্রস্তুত করছেন শেষ পর্যায়ের জন্য। গতবছর মিস ইন্ডিয়া অনুকৃতি ভাস মিস ওয়ার্ল্ডে পৌঁছলেও খেতাব জয় করতে পারেন নি। তামিলনাড়ুনিবাসী অনুকৃতির সৌন্দর্য্যও মুগ্ধ করেছিল শত সহস্র মানুষকে।


জেনে নিন এই সাহসী রাজস্থানি কন্যা সম্পর্কে কিছু তথ্য-

  • ১৯৯৮ সালের ২৩ শে নভেম্বর সুমন রাও জন্মগ্রহণ করেন। রাজস্থান উদয়পুরের আইদানা গ্রামের বাসিন্দা।
  • তিনি নবি মুম্বই ২০১৮ কন্টেস্টে দ্বিতীয়স্থান অর্জন করেছিলেন।
  • ছোটবেলায় তিনি নবি মুম্বইতেই কাটিয়েছেন। মহাত্মা স্কুল অফ একাডেমিকস এন্ড স্পোর্টস স্কুলে পড়াশুনা করেন। এরপর অ্যাকাউন্টেন্সি নিয়ে মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে পাস করেন।
  • তিনি একজন সুদক্ষ কত্থক নৃত্যশিল্পীও।
  • তাঁর জীবনের একটি অংশজুড়ে আছে প্রিন্সেস দিয়া কুমারী ফাউন্ডেশন। তিনি এই ফাউন্ডেশনের দুঃস্থ মহিলাদের স্বপ্নপূরণের কাজে নিজেকে নিযুক্ত করেছেন।
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজফিড থেকে সংগৃহীত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code