SER - 20 :  কিশোর বাহিনীর দ্বাদশ জেলা শিবির  অনুষ্ঠিত  হচ্ছে  দিনহাটা  শহরের  দিনহাটা  উচ্চ বিদ্যালয়ে । এই শিবির  চলবে  তিনব্যাপী (27, 28, 29) ডিসেম্বর ।


এখানে  প্রশিক্ষণ  এর বিষয়  গুলি রয়েছে নাচ, গান,  আবৃত্তি, ক্যারাটে,  হ্যান্ডবল  প্রভৃতি। এই অনুষ্ঠান টির  শুভ  উদ্বোধন হলো আজ শোভাযাত্রার  মধ্যে  দিয়ে বেলা  বারো টায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর বাহিনীর মুখ্য সংগঠক  পীযুষ ধর,  কোচবিহার জেলার প্রধান পরিচালক  বিশ্বজিৎ সাহা, কোচবিহার জেলার মুখ্য সংগঠক  সৌভিক ভৌমিক এছাড়াও  উপস্থিত ছিলেন   শিবির  প্রস্তুতি   কমিটির  পক্ষে  শুভ্রালোক দাস  প্রমূখ।

এই শিবির এ  30 টি  শাখা  অংশ নিয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।