Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্যাঙ্ক জালিয়াতি রুখতে নতুন নিয়ম এটিএম এ



এটিএম মারফত গ্রাহকের একাউন্ট থেকে টাকার লুটপাট ও ব্যাঙ্ক জালিয়াতি রুখতে নতুন নিয়ম আসতে চলেছে। 

এবার ATM থেকে টাকা তোলার সময় গ্রাহকের রেজিস্টার করা মোবাইলে OTP যাবে, সেই OTP দেওয়ার পরই গ্রাহক টাকা তুলতে পারবেন। 

রাত আটটা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত এই নিয়ম প্রযোজ্য শুধু মাত্র দশ হাজার টাকার ওপরে লেনদেন এর ক্ষেত্রে। 

দশ হাজারের নীচে অবশ্য এই OTP এর প্রয়োজন নেই। জানা গেছে নতুন বছরের শুরু থেকেই ATM এর এই নিয়ম লাগু হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code