pic source: cricktracker

নিজস্ব কোনও মন্তব্য নয়, খুশবন্ত সিংহের লেখা থেকে উদ্ধৃত কিছু অংশ-ইনস্টাগ্রামে পোস্ট করেই সাড়া ফেলে দিয়েছেন সানা গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই ভাইরাল সেই পোস্ট। ওই উদ্ধৃতির সমস্তটাই কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং সঙ্ঘ পরিবারকে কটাক্ষে ভরা। 

খুশবন্তকে উদ্ধৃত করে সানার নামাঙ্কিত পোস্ট ইংরেজিতে লেখা  ছিল-‘‘আজ আমাদের মধ্যে যাঁরা মুসলিম বা খ্রিস্টান নন বলে নিজেদের নিরাপদ মনে করছেন, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। সঙ্ঘ ইতিমধ্যেই বামপন্থী ইতিহাসবিদ এবং পশ্চিমিভাবাপন্ন যুবসমাজকে নিশানা করতে শুরু করেছে। ভবিষ্যতে ওদের ঘৃণার নজর পড়বে যে মেয়েরা স্কার্ট পরে, যারা মাংস খায়, মদ্যপান করে, বিদেশি সিনেমা দেখে।’’

পোস্টটিতে বলাছিল, ‘‘বছরে একবার অন্তত মন্দিরে না যাওয়া লোকজনদের উপরও এদের নজর পড়বে। নজর পড়বে দাঁতের মাজনের বদলে টুথপেস্ট ব্যবহার করা লোকজনের উপর। ‘জয় শ্রীরাম’ না বলে যারা হ্যান্ডশেক করে বা চুমু খেয়ে কুশল বিনিময় করে তাদের উপর।’’ পোস্টে লেখা ছিল, ‘‘আমরা কেউ আর নিরাপদ নই। ভারতকে বাঁচাতে এই সত্যটা আমাদের বুঝতে হবে।’’

নাগরকিত্ব আইন নিয়ে ক্ষোভ উগরে দেওয়া হয়েছিল ওই পোস্টে। যদিও রাতে সৌরভ টুইট করে দাবি করেন, ওই পোস্টটি সত্যি নয়। ‘‘প্লিজ সানাকে এ সবের বাইরে রাখুন। ওই পোস্টটা সত্যি নয়। রাজনীতি বোঝার মতো বয়সও ওর হয়নি।’’