Latest News

6/recent/ticker-posts

Ad Code

CAA এর বিরোধীতা করতে গিয়ে আটক ঐতিহাসিক রামচন্দ্র গুহ

দেশের বিভিন্ন প্রান্তে NRC, NPR ও CAA বিরুদ্ধে বেশ কয়েকদিন থেকেই চলছে বিক্ষোভ আন্দোলন। বৃহস্পতিবার সারা দেশ পথে নামে CAA এর বিরুদ্ধে। মিছিল, প্রতিবাদ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। 

কেন্দ্রের এই নতুন আইনের বিরোধীতায় বিরোধীদের মত মোদী সরকার ধর্মের ভিত্তিতে এই আইন লাগু করতে চাইছে। কেন্দ্রের নতুন আইনে বলা আছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে অ–মুসলিম অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেবে ভারতের কেন্দ্রীয় সরকার। CAA এর বিরুদ্ধে সরব হন ঐতিহাসিক রামচন্দ্র গুহ। বেঙ্গালুরুর টাউন হলের কাছেই বিক্ষোভ দেখাতে গেলে তাঁকে টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। 

বুধবারের বিক্ষোভের পর এই এলাকা  ১৪৪ ধারা  জারি করা হয়েছিল। এদিন আরো ৩০জনকে আটক করা হয়েছে। 

অভিযোগ, পুলিল বিক্ষোভকারীদের টেনেহিঁচড়ে গাড়িতে তোলে । রামচন্দ্র গুহ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‌আমার হাতে গান্ধীজির একটি ছবি ছিল। আমি সেই প্রতিবাদ মঞ্চ থেকে ভারতের সংবিধান নিয়ে বক্তব্য রাখছিলাম। পুলিশ কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো কাজ করছে। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলাম।’‌

সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code