Pic Src: Internet |
সংবাদ একলব্যঃ আর মাত্র হাতে গোনা কয়েকদিন তার পরেই শহর কলকাতায় প্রথমবার বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। ১৯ ডিসেম্বর ২০২০ আইপিএল নিলামে উঠতে চলেছেন ৯৭১ জন তারকা ক্রিকেটার। বিসিসিআই জানিয়েছে, বিকিকিনির বাজারে ৯৭১ জন ক্রিকেটারের মধ্যে ৭১৩ জন ভারতীয় ,বাকি ২৫৮ জন বিদেশি ক্রিকেটার।
🚨🚨 971 players register for VIVO IPL 2020 Player Auction 🚨🚨
Deadline for franchises to submit their shortlist of players: 9th December - 5PM IST 🕔📰Full Details here https://t.co/T8pFojBd9w 📰 pic.twitter.com/gIP6GjHDar— IndianPremierLeague (@IPL) December 2, 2019
৯৭১ জন ক্রিকেটারের মধ্যে ৬৩৪ জন আনক্যাপড ভারতীয় ক্রিকেটার এবং ৬০ জন বিদেশি আনক্যাপড ক্রিকেটার রয়েছেন, যারা অন্তত একটি করে আইপিএল ম্যাচ খেলেছে৷ বিদেশি ক্যাপড ক্রিকেটারের সংখ্যা ১৯৬। ভারতীয়দের মধ্যে ১৯জন রয়েছেন ক্যাপড প্লেয়ার৷ আর ২ জন ক্রিকেটার হলেন অ্যাসোসিয়েট দেশের৷
নিলাম ঘরে মোট ২৫৮ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি তারকা ক্রিকেটার রয়েছেন অস্ট্রেলিয়ার (৫৫ জন)৷ তারপরেই রয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার (৫৪ জন)। এছাড়াও শ্রীলঙ্কা থেকে ৩৯, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, নিউজিল্যান্ডের ২৪, ইংল্যান্ডের ২২ এবং আফগানিস্তানের ১৯ জন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়। আর বাংলাদেশ থেকে রয়েছেন ৬ জন ক্রিকেটার। ৩জন জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস ও আমেরিকার একজন করে ক্রিকেটার রয়েছেন এই তালিকায়। এবারও নিলাম ঘরে হাতুরি থাকবে হাগ এডমেডেসের হাতেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊