ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি ডিজিটাল লেনদেন-কে আরও উৎসাহিত করতে গ্রাহকদের স্বার্থে প্রিমিয়াম নবীকরণ, আগাম প্রিমিয়াম প্রদান, ঋণ পরিশোধ ও সুদ জমার মতো ক্ষেত্রে ক্রেডিট কার্ড লেনদেন বাবদ মাশুল প্রত্যাহার করেছে।
মাশুল প্রত্যাহারের এই সিদ্ধান্ত গত পয়লা ডিসেম্বর থেকেই কার্যকর হয়েছে। নিগমের এই সিদ্ধান্তের ফলে গ্রাহকরা বিশেষভাবে উপকৃত হবেন। এমনকি, পলিসি হোল্ডাররা অনলাইনে কোনও রকম মাশুল ছাড়াই সহজেই লেনদেন করতে পারবেন।
ক্রেডিট কার্ডের মাধ্যমে মাশুলহীন এই লেনদেন ব্যবস্থা কার্ড লেস পেমেন্ট বা পয়েন্ট অফ সেল মেশিনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এলআইসি তার গ্রাহকদের সমস্যামুক্ত অনলাইন লেনদেন পরিষেবার জন্য MYLIC অ্যাপ ডাউনলোড করার অনুরোধ জানিয়েছে।
source: pib
source: pib
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊