Latest News

6/recent/ticker-posts

Ad Code

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দিনহাটা শাখার সূর্যগ্রহণ পর্যবেক্ষণ শিবির

SER - 20

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দিনহাটা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে দিনহাটা সংহতি ময়দানে আজ আয়োজন করা হয়েছিল সূর্যগ্রহণ পর্যবেক্ষণ শিবির।

সেখানে সোলার ফিল্টার, টেলিস্কোপ ইত্যাদির সাহায্যে সূর্যের খণ্ডগ্রহন দেখানো হয়। দেখানো হয় ন্যানো সূর্য এবং চাঁদের মাধ্যমে সূর্যের বলয়গ্রহণ। ছিল আরো বেশ কিছু মডেল যার সাহায্যে সৌরজগতের বিভিন্ন ঘটনাবলী ব্যাখ্যা করা হয়।

অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন  দিনহাটা বিজ্ঞান  কেন্দ্রের সম্পাদক  মনমোহন নাথ  ছাড়াও  অন্যান্য  জেলা নেতৃত্ব   দীপক পাল , অজয় সাহা প্রমূখ।  

শিক্ষক বিশ্বজিৎ সাহা জানান- "ছাত্র-ছাত্রী তথা জনসাধারণের উৎসাহ ছিল চোখে পড়ার মত।একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে এটা অত্যন্ত আনন্দের।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code