পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ বড়োশাকদল-নিগমনগর শাখার উদ্যোগে ও বিদ্যাসাগর কোচিং সেন্টারের সহযোগিতায় 26 শে ডিসেম্বর , 2019 বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো সোলার ফিল্টারের মাধ্যমে সূর্যের বলয় বলয় গ্রহণ দেখা ও সূর্য গ্রহণ সম্পর্কে আলোচনা শিবির।

উপস্থিত ছিলেন সুজাতা চক্রবর্তী, দীপক পাল, সঞ্জীব কর্মকার, অনুপম মোদক, অসীম বর্মন পমূখ।

বিস্তারিত শুনুন ভিডিওতে-