জলের পাইপ লাইন সব জায়গায় না বসানো নিয়ে অসন্তোষের দরুণ পথ অবরোধ। জানাযায়, রংপুর রোডের আটিয়াবাড়ি সংলগ্ন এলাকায় পানীয় জলের পাইপ সঠিক ভাবে সব জায়গায় না দেওয়ায় এলাকার বাসিন্দারা  সকাল ১০.৩০ নাগাদ পথ অবরোধ করে। মুহূর্তেই তীব্র যানজটের সৃষ্টি হয়। 

স্থানীয় পঞ্চায়েত ও দিনহাটার থানার পুলিশ ঘটনাস্থলে এসে ১০দিনের মধ্যে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়। কিন্তু অবরোধকারিরা জানান- ১০ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা পুনরায় বৃহত্তর আন্দোলনে নামবেন।