গতকাল নিরালা হোটেলে সংগঠিত সাধারণ সভা থেকে N B C C D Aর গৃহীত সিদ্ধান্ত অনুসারে - আগামী 30 ডিসেম্বর, 2019, উত্তরবঙ্গ সহ দিনহাটা তে , N B C C D A এর ডাকে ,দিনহাটা ডিস্ট্রিবিউটর welfare Association বর্তমানে চলে আসা অনলাইনের মাধ্যমে ও বড় retailer এর কাছে যেভাবে কম দামে মাল বিক্রি করা হচ্ছে তার বিরুদ্ধে একদিনের ব্যবসা বন্ধ ও কেন্দ্রীয় সরকারকে একটি স্মারকলিপি প্রদান করা হবে SDO office এর মারফত।
সংগঠনের সভাপতি অংকুর বার্নবল জানিয়েছেন- "এই প্রতীকী ধর্মঘট সেই সমস্ত কোম্পানির বিরুদ্ধে যারা বড় Retail কোম্পানি ও অনলাইন E Commerce Company গুলোকে সস্তায় মাল বিক্রি করে ছোট ব্যবসায়ীদর রুজিরোজগারে আঘাত হেনেছে।"
দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী জানান- "সমস্ত ছোট রিটেলারদের এই বন্ধ সর্বান্তকরণে সফল করার আহ্বান জানাই।"
দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী জানান- "সমস্ত ছোট রিটেলারদের এই বন্ধ সর্বান্তকরণে সফল করার আহ্বান জানাই।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊