গতকাল দিনহাটা পুটিমারি গ্রামাঞ্চলের বাসিন্দা রানা বর্মনের স্ত্রী অন্তঃসত্ত্বা প্রিয়াঙ্কা বর্মন সরকার'কে দিনহাটার আস্থা নার্সিংহোমে ডঃ উজ্জ্বল আচার্যের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকের গাফিলতিতে অন্তঃসত্ত্বা প্রিয়াঙ্কা বর্মনের মৃত্যুর  অভিযোগে আজ উত্তেজনা ছড়ালো দিনহাটার আস্থা  নার্সিংহোমে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোমবার রাতে আস্থা নার্সিংহোমে ভর্তি করা হয় প্রিয়াঙ্কাকে। রাতেই  চিকিৎসক সিজার করান। একটি সন্তান প্রসব হয়। কিন্তু ভোর হতেই ওই মহিলা অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে কোচবিহারে  স্থানান্তর করা হয়। 

সকাল ১০টা নাগাদ আমাদের সংবাদ মাধ্যমকে প্রসূতির নিকট আত্মীয়দের থেকে জানানো হয় , 'শিলা নার্সিংহোমে যাওয়ার আগেই রোগীর পরিস্থিতি খুব শোচনীয় ছিল'। এই অভিযোগ তুলেই নার্সিংহোমে উপস্থিত হয়ে পরিবারের লোকজন ও মৃতার স্বামী বিক্ষোভ দেখায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে পুলিশের কাছে এখনো পর্যন্ত কোন অভিযোগ জমা পড়েনি বলে জানাগেছে।

সন্ধ্যায় বড়নাচিনার শ্মশানে দেড় বছর আগে বিয়ে হওয়া প্রিয়াঙ্কার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।