গৌতম সাহা,কোলকাতাঃ
বেশ কিছুদিন হল রাজ্যের সরকারী কর্মচারীদের জন্য ৬ ষ্ঠ পেকমিশন সংক্রান্ত ROPA এর নোটিশ প্রকাশিত হয়েছে।তাদের অপশান,ফিক্সেসান এর কাজ প্রায় শেষ হয়ে জমা পড়ার মুখে।অথচ রাজ্যের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ সমস্ত শিক্ষককূলের জন্য নির্ধারিত ROPA এর নোটিশ প্রকাশিত হয়নি এখনও। বেশকিছুদিন হয়ে গেল অথচ সেটি প্রকাশিত না হওয়ায় প্রমাদ গুনছেন সমস্ত শিক্ষকসম্প্রদায়, বিশেষকরে রাজ্যের প্রায় দুই লক্ষাধিক প্রাথমিক শিক্ষক -শিক্ষিকা। কারণ গত আগস্ট মাস থেকে শিক্ষাদপ্তরের নোটিশ অনুযায়ী রাজ্যের কিছু নতুন যোগদানকারী শিক্ষক ছাড়া বৃহত্তম সিনিয়ার শিক্ষকদের নায্য ফিটমেন্ট ফ্যাক্টর সহযোগে পে স্কেলের পরিবর্তন না করে কেবল কিঞ্চিৎ গ্রেড পে বৃদ্ধির বিষয়টি কার্যক্ষেত্রে রুপায়িত হয়েছে।এরফলে প্রচুর সংখ্যায় জুনিয়ার ও সিনিয়র শিক্ষকদের বেতন প্রায় সমান হয়ে গেছে।এতে নতুন করে বেতন বৈষম্য দেখা দিয়েছে।এর ফলে একাধিক শিক্ষক সংগঠন এনিয়ে সরব হয়েছে।
এমতাবস্তায় আজ মাননীয় শিক্ষামন্ত্রীর দপ্তরে ফিটমেন্ট ফ্যাক্টর সহ ষষ্ঠ পেকমিশনের নোটিশ দ্রুত প্রকাশ করার বিষয়টি ছাড়াও একাধিক নায্য ও প্রাসঙ্গিক বিষয়ে দাবীসনদ পেশ করে এলেন নিখিলবঙগ প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মাননীয় মোহনদাস পন্ডিত সহ এক প্রতিনিধিদল।উক্ত দাবিগুলি ছাড়াও এর মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষকদের career advancement scheme (CAS) এর সুবিধা, West Bengal Health Scheme এর অন্তর্গত মেডিক্লেমের সুবিধা, Leave Travel Concession (LTC) Allowance, গ্রাচ্যুইটির উর্দ্ধোসীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা, বাড়িভাড়া ভাতা বাড়ানো ও তার উর্দ্ধোসীমা না রাখা,১/১/১৬ থেকে ষষ্ঠ পে কমিশনের এফেক্ট ও সেখান থেকেই এরিয়ার প্রদান,অবসর প্রাপ্ত শিক্ষকদের পেনসন রিভিশনে 'বুস্টিং' দেবার ব্যাবস্থা ইত্যাদি প্রাসঙগিক ও সময় উপোযোগী দাবিগুলি।
এছাড়াও সংগঠনের তরফ থেকে মাননীয় মন্ত্রী কে প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।এর সঙগে দাবি করা হয়েছে প্রতিটি শ্রেণীতে একজন শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ করার বিষয়টিও।এখন দেখার সামগ্রিক বিষয়গুলি কত তাড়াতড়ি শিক্ষা দপ্তরের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে ও নোটিশ আকারে প্রকাশিত হয়,আর সমগ্র প্রাথমিক শিক্ষকসম্প্রদায় ন্যায় ও যোগ্য সম্মান পান?
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊