SER-10,জলপাইগুড়ি, ০৩ ডিসেম্বর ২০১৯ঃপ্রতিবছর ডিসেম্বরের ০৩ তারিখ বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেব পালন করা হয়। জানা যায় ১৯৫৮ খ্রিস্টাব্দের মার্চ মাসে বেলজিয়ামে এক সাংঘাতিক দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয় । এবং আহত পাঁচ সহস্রাধিক ব্যক্তি চিরজীবনের মতো প্রতিবন্ধী হয়ে পড়েন। দুর্ঘটনার ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাদের প্রতি সহমর্মিতায় ও পরহিতপরায়ণতায় বেশ কিছু সামাজিক সংস্থা চিকিৎসা ও কাজে স্বতঃপ্রবৃত্ত ভাবে এগিয়ে আসে। এবং এই ঘটনার  ঠিক পরের বছরে জুরিখে বিশ্বের বহু সংগঠন সম্মিলিত ভাবে আন্তর্দেশীয় স্তরে এক বিশাল সম্মেলন করেন। এবং সেখানে সর্বসম্মতভাবে প্রতিবন্ধী কল্যাণে বেশকিছু প্রস্তাব ও কর্মসূচি গৃহীত হয়।


 দুর্ঘটনায় আহত বিপন্ন প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করতে আহ্বান জানানো হয় সকল দেশবাসীকে। এবং ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে বলে জানা যায় । শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা হয়। সেই বিশ্ব প্রতিবন্ধী দিবসকে মাথায় রেখে মানুষদের প্রতি সহমর্মিতা ও কর্মকান্ডের প্রতি সম্মান জানিয়ে আজ জলপাইগুড়ি শহরের জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন তরফে পথ যাত্রা শুরু করা হয়। এ'দিন এই পথ যাত্রায় জাতি ধর্ম নির্বিশেষে যোগদান করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা। পাশাপাশি যোগদান করেন জলপাইগুড়ি গ্রিন ভ্যালির সকল সদস্যরা এবং জলপাইগুড়ি শহরবাসী ও এলাকাবাসী। জানা যায় জলপাইগুড়ির প্রায় গোটা শহর পরিক্রমা করা হয়।