ইতিমধ্যে সংগঠিত সাধারণ সভা থেকে N B C C D Aর গৃহীত সিদ্ধান্ত অনুসারে - আজ 30 ডিসেম্বর, 2019, উত্তরবঙ্গ সহ দিনহাটা তে , N B C C D A এর ডাকে ,দিনহাটা ডিস্ট্রিবিউটর welfare Association বর্তমানে চলে আসা অনলাইনের মাধ্যমে ও বড় retailer এর কাছে যেভাবে কম দামে মাল বিক্রি করা হচ্ছে তার বিরুদ্ধে একদিনের ব্যবসা বন্ধ ও কেন্দ্রীয় সরকারকে একটি স্মারকলিপি প্রদান করা হয় SDO office এর মারফত। 
স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সম্পাদক আশোক পাল, চ্যেয়ারম্যান অসিম পাল, এছাড়াও দিপংকর ঘোষ, পবন ছালানি প্রমূখ।

সংগঠনের সভাপতি অংকুর বার্নবল জানিয়েছেন- "এই প্রতীকী ধর্মঘট সেই সমস্ত কোম্পানির বিরুদ্ধে যারা বড় Retail কোম্পানি ও অনলাইন E Commerce Company গুলোকে সস্তায় মাল বিক্রি করে ছোট ব্যবসায়ীদর রুজিরোজগারে আঘাত হেনেছে।"

দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী জানান- "সমস্ত ছোট রিটেলারদের এই বন্ধ সর্বান্তকরণে সফল করার ক্ষেত্রে যেভাবে পাশে থেকেছে তার জন্য ধন্যবাদ জানাই।"