নাগরিকত্ব সংশোধনী আইন পাশের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কোচবিহারে বিজেপির নাগরিক অনিনন্দন যাত্রা আজ। 

কোচবিহারে বিজেপির অনিনন্দন যাত্রার পুলিশি অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে। আজ একই দিনে কোচবিহারে বইমেলার শুভ সূচনা হতে যাচ্ছে। যেখানে সাংসদ নিশীথ প্রামাণিককে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে অভিনন্দন যাত্রা ঘিরে চরম উত্তেজনা কোচবিহারে। 

শহরের রাস্তার মোড়ে মোড়ে পুলিশি  পাহাড়া রয়েছে।

জেলার বিভিন্ন জায়গা থেকে কর্মিসমর্থকরা এদিনের মিছিলে যোগদান করতে আসলে পথে গাড়ি ভাংচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করেও এদিনের নাগরিক অভিনন্দন যাত্রা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। নাগরিকত্ব সংশোধনী আইন এর সমর্থনে কোচবিহারের রাজপথে অভিনন্দন যাত্রায় সামিল হয়েছেন কেন্দ্রীয় নেতা মুকুল রায়, সাংসদ নিশীথ প্রামাণিক, সাংসদ জন বার্লা, জেলা সভানেত্রী  মালতী রাভা রায় সহ প্রমুখ নেতৃত্ববৃন্দ।