Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড়দিন -তুলোশী চক্রবর্তী

বড়দিন
তুলোশী  চক্রবর্তী


পঁচিশে ডিসেম্বরে
প্রভু যীশুখৃষ্টের জন্মদিন
 গীর্জায় গীর্জায়
খ্রিষ্টানেরা প্রার্থনায় লীন,

বিশ্বে দিনটি আবার আনন্দের
উৎসবের শুভবড়দিন
কেক কাটে নাচে গায়
সাজসজ্জায় তাধীনাধীন,

সাদা লাল পশমের
 টুপি ও পোশাক গায়ে,
কোমরেতে কালো বেল্ট
আর কালো বুট জুতো পায়ে,

দুধ সাদা গোঁফ আরো
উপহারের এক ঝোলা কাঁধে,
স্যান্টাক্লজ আসে সেদিন
আনন্দে মাতে শিশুদের মধ্যে,

তার ঠোট ভরা হাসি
আর চোখে থাকে চশমা,
স্যান্টা দাদুর সাজের 
হয় নাকো কোনো উপমা,

কতো শতো ভবন সেদিন
থাকে আলোয় শোভিত,
ক্রিসমাস বৃক্ষ থাকে
পাশে সুসজ্জিত,

এমন সুখের দিনেও 
বহু শিশু কেনো থাকে বিনান্নে?
কারন কোনো স্যান্টা আজো
বিশ্বে  আসেনি তাদের জন্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code