থাবা
অমিতাভ দাস


বাড়িয়ে রাখা সে হাত দেখে ভেবেছিলাম সিগারেটের সুখটানের মতো ভাগ করে নেবে চেনা অচেনা সমস্ত মূহুর্ত।
ভেবেছিলাম....
রণক্লান্ত এ শরীর থেকে নিমেষে মুছে নেবে সমস্ত ক্ষত।
ভেবেছিলাম....

ভেঙে পড়ার ঠিক আগে দৌড়ে এসে জাপটে ধরে এক বুক আলো দিয়ে যাবে।
কিন্তু যখন ভুল ভাঙল তখন আমি ফালাফালা!!