বনগোলাপ
সুস্মিতা ঘোষ


এবার শীতে কিছু বনগোলাপ চাষ করবো...
বড্ড ছিমছাম,
গোটাকতক কাঠখোট্টা গাছ হবে ,
ছোট ছোট আবেগ হয়ে ফুটবে কতকটি কমদামি সাদা ফুল,
পুষবো মানুষের মতো করেই ,
বর্তমানের পথচলতি সস্তা আবেগ সেঁচে।
নুইয়ে যাওয়া লতা বোঝাবে মাটির অস্তিত্ব ,
সূর্যাভিমুখী ফুল জাগাবে বাঁচার আশা।
রোদ জলের সাথে প্রতিযোগিতায় যখন সে ব‍্যর্থ হবে,
তাকে বলবো , "ঐ ,কিরে ? ওঠ !"
"ভুলিস না তোর বুকের সহস্র কাটা তোর দেহ বর্ম ।"
ইতিহাস সাক্ষী সৌন্দর্য ও সাহসিকতার ।


তারপর নিয়ম করে ঋতু পরিবর্তন হবে...
তীব্র আক্রোশে জ্বালাবে গ্রীষ্ম,
দমকা হাওয়ায় ভাঙবে ,দুমড়েমুচড়ে যাবে;
বর্ষার প্রতি ফোটায় সদ‍্য প্রেমিকা হওয়ার আহ্লাদে নাচবে ওরা,
শরতে বেমানান হতে পারে শিউলি-পদ্মের সারিতে;
হেমন্তে বিয়োগের যন্ত্রণায় ঝরাবে পাতা,
শীত তীব্র শুষ্কতায় আলিঙ্গন করবে নিরশ্রু চোখ
তবে সোহাগী বসন্তে সাজবে আবার আবেগের পবিত্র রঙে।


এবার কিছু বনগোলাপ চাষ করবো ...
অব‍্যর্থ কিছু আবেগ ভরে,
বনগোলাপ চাষ করবো।