কৃতজ্ঞতা
রতন দাস

ভালবাসায় আউলবাউল করে দিয়ে
হঠাৎ করেই মাঝপথে
বিদায় নিয়েছে যে সব প্রেমিকারা -
 রাগ কোরো না, কৃতজ্ঞ হও।

ওরাই তোমায়,
ছেলেমানুষ থেকে পুরুষ করে গেছে