বামনহাট থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস চালু হতেই আনন্দে ভাসলো বামনহাটবাসী। আজ নিউ কোচবিহার থেকে সাংসদ নিশীথ প্রামাণিক সবুজ পতাকা দেখিয়ে বামনহাটের দিকে যাত্রা করায় উত্তরবঙ্গ এক্সপ্রেসকে। বামনহাট স্টেশনে পৌছাতেই উৎসাহী লোকজনের আনন্দ-উৎসব শুরু হয়। দীর্ঘ ১১ বছরের দাবী আজ পূর্ণতা পাওয়ায় সকলেই খুশি। বিস্তারিত ভিডিওতে-