pic source: wikipedia


    ১৭৬৮ সালে ফরাসি পর্যটক লুই আন্তনিও দ্য বোগেনভিল প্রশান্ত মহাসাগরের বুকে প্রথম এই দ্বীপটির সন্ধান পান। তাঁর নামেই নাম হয় এই দ্বীপের। আবিষ্কার হবার পর থেকেই বহুবার ক্ষমতার হাত বদল হয়েছে, ক্ষমতার লড়াইয়ে রক্তাক্ত হয়েছে দ্বীপের মাটি। ১৯৭৫ সালে বোগেনভিল স্বাধীন দ্বীপপুঞ্জ পাপুয়া নিউগিনির অন্তর্গত হয়।

     বিশ্বের নবীনতম দেশের মর্যাদা পেতে গত 10 ডিসেম্বর, বুধবার এখানকার বাসিন্দারা গণভোটে সামিল হয়েছিলেন। ব্যালট পেপারে ভোট দিয়েছেন প্রায় দু'লক্ষেরও বেশী মানুষ। বাসিন্দারা সকলেই রঙিন পতাকা হাতে উৎসবের মেজাজে ছিলেন।


     এই দ্বীপে প্রায় তিন লক্ষ মানুষের বসবাস। প্রধান ভাষা ইংরেজি হলেও আরও ১৯টি আঞ্চলিক ভাষা রয়েছে এখানে। রাজধানী এখানকার মূল শহর বুকা। বিশ্বের অন্যতম বড় তামার খনি 'পাঙ্গুনা' এই দ্বীপেই অবস্থিত যেখান থেকে বিশ্বের মত উৎপাদিত তামার প্রায় ৭% আসে।


     অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে নতুন দেশের মর্যাদা পেলেও বোগেনভিল এখনই স্বাধীন অর্থনীতি চালকনোর জন্য প্রস্তুত নয়। গণভোটের ফল বেরোলোই সিধান্ত নেওয়া হবে।