Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস

pic source:skymet weather


ফের রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওতা দফতর। সপ্তাহের শেষে বাংলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। নিম্নচাপের জেরে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে ওডিশা এবং বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ প্রভাব পড়বে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরে গভীর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় সেটি আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিস মনে করছে, গভীর নিম্নচাপে পরিণত হলে সেটি পূর্ব এবং মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে বলে মনে করা হচ্ছে। আর সেই কারণে সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে।

এর জেরে ওডিশা এবং অন্ধ্র উপকূলেও ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাসে ইতিমধ্যে জানিয়েছে মৌসম ভবন। আর যার প্রভাব এই বাংলাতে পড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিম্নচাপের কারণে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code